
চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহতের ঘটনায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। গতকাল বুধবার ভোর থেকে অবরোধ চলাকাকীন সময় হাটহাজারী-রাঙামাটি এবং খাগড়াছড়ি সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে চরম দুর্ভোগে পড়েন এতে সাধারন জনগন ও অফিসগামী চাকরিজীবি। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা।
সংগঠনের কয়েকজন নেতারা বলেন, গত মঙ্গলবার হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তিরদ্বীপ এলাকায় সোহেল চৌধুরীকে একটি বাস পেছন থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় গাড়ি ও মরদেহ নিয়ে স্থানীয় হাইওয়ে থানায় মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়।
এতে হেফাজত নেতারা রাজি না হয়ে এজাহারে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। যার প্রতিবাদে গতকাল সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চলে।