ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গরু ছাড়া ঘানি টানা দম্পতির পাশে তারেক রহমান

গরু ছাড়া ঘানি টানা দম্পতির পাশে তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ালখাল গ্রামের দরিদ্র কলু মোস্তাকিমের জীবনে নেমে আসছে স্বস্তির পরশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ৭০ বছর বয়সি কলু মোস্তাকিম ও তার স্ত্রী ছকিনা বেগম গত তিন যুগ ধরে বুক ও কোমর দিয়ে কাঠের ঘানি টেনে সরিষার তেল তৈরি করেন। বয়স ও কষ্টে নুয়ে পড়া দম্পতির এই সংগ্রামী জীবনের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে তারেক রহমানের।

পরিস্থিতি জানার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতাকর্মীদের ওই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার নির্দেশে আগামী ৯ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন মোস্তাকিমের বাড়িতে যাবেন। তারা পরিবারের সহায়তায় দুটি অটোরিকশা এবং মোস্তাকিমের মেজ ছেলে শাহাজাহানের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করবেন বলে জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার।

মানুষের জীবনযুদ্ধে এমন দৃঢ়চেতা উদাহরণ খুব কমই দেখা যায়। সংসারের অভাব অনটনেও কলু মোস্তাকিম কখনো ভিক্ষা করেননি বরং নিজের ঘাম ঝরিয়ে ঘানি টেনে পরিবারের নয় সদস্যের মুখে আহার জোগাচ্ছেন। এরমধ্যে তিন সন্তান প্রতিবন্ধী হলেও আশা হারাননি তিনি। এবার তারেক রহমানের সহায়তা হয়তো তাদের জীবনে এনে দেবে নতুন আশার আলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত