
সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে মঞ্জু মিয়া নামে (৩৭) এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই এলাকার সরাইচন্ডী গ্রামের মৃত ইফনুস আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত বুধবার রাতে উল্লেখিত গ্রামের রাস্তার পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার লাশের পাশেই একটি মোটরসাইকেল পড়েছিল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে এবং ঘনবসতি ওই এলাকায় ইতিপূর্বে আরও ২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।