
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিস সার্জন অফিসে সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, দেশে ১ কোটি ৪৩ লাখ মানুষ দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন। দিন দিন এই চোখের রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের চোখের যত্নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. আসহাব শাহরিয়ার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস। এদিকে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।