
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোমতী নদী সংলগ্ন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন (৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় অবস্থিত) সুলতানপুর মাদ্রাসা সংলগ্ন রামপ্রসাদের খাল। এই ঐতিহ্যবাহী খালের ওপর কৃত্রিম বাঁধের কারণে খালের স্বাভাবিক পানির প্রবাহের বাধার সৃষ্টি হচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোপালনগর, সুলতানপুর, চান্দপাড়া, রামনাগর, গাবদ্দিপাড়া, বৃষ্ণপুর, সাইচাপাড়া, জগন্নাথপুর, কান্দারপাড়া গ্রামের বাসিন্দাগণ। খালের পানি ঠিকমতো প্রবাহিত না হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি, গোপালনগর, সুলতানপুর এবং ফতেহাবাদ অংশে খালে পর্যাপ্ত পানি সরবরাহ না হওয়ায় কৃষি কাজে বিঘ্ন এবং একটি নির্দিষ্ট এলাকায় পানি আবদ্ধ হয়ে থাকার কারণে অত্র এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগ যেমন- কলেরা, আমাশয়, ডায়রিয়া এমনকি ডেঙ্গু রোগের বিস্তার লাভ করেছে। এই বাঁধের ফলে খালের পানি সঠিকভাবে প্রবাহিত না হওয়ায় অত্র এলাকার পরিবেশ এবং গ্রামীণ জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। অত্র এলাকাবাসীর দাবী যেন অচিরেই এই বাঁধটি ভেঙে ফেলা হয় এবং খালটি যেন পর্যাপ্ত খনন ও প্রসস্ত করা হয় যাতে এলাকার পরিবেশ এবং গ্রামীণ জীববৈচিত্র্য ঠিক থাকে।