ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিশালে বাবা-মা হত্যায় ছেলে গ্রেপ্তার

ত্রিশালে বাবা-মা হত্যায় ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঁশতলী এলাকায় মর্মান্তিক একটি পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজু মিয়া (২৬) নামে এক ব্যক্তি তার মা রানোয়ারা বেগম ও বাবা মোহাম্মদ আলীকে নির্মমভাবে হত্যা করেছে। বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন। প্রাথমিক তথ্যে জানা যায়, গত বুধবার থেকে ১১টার মধ্যে রাজু মিয়া পারিবারিক কলহের জেরে প্রথমে তার মা রানোয়ারা বেগমকে গলাটিপে হত্যা করে। এরপর, গভীর রাতে আনুমানিক ২টার দিকে তার বাবা মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ত্রিশাল থানার ওসি জানান এ ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত