
প্রায় ৮ বছর আগে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে প্রকাশ্য কুপিয়ে বৃদ্ধ মজিবর রহমান হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। গতকাল রোববার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরু (৪০) ও আইয়ুব খানকে (৫৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। নিহত মজিবর রহমান সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের জুনে পবিত্র মাহে রমজান চলাকালীন হত্যা করা হয় মজিবর রহমানকে। পরে এ ঘটনায় সিরাজদিখান থানায় বাদী হয়ে মামলা করেন তার ছেলে আরিফ হোসেন।