ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভৈরবকে জেলা ঘোষণার দাবি

ভৈরবকে জেলা ঘোষণার দাবি

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদ জানিয়েছেন ভৈরবের বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন। এছাড়াও ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় দ্রুত ভৈরব জেলা বাস্তবায়নের দাবিও জানান বক্তারা।

গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। এর আগে ঢাকা-সিলেট মহাসড়ককের দুর্জয় মোড়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র সমাজ।

সমাবেশ বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগেই রাখতে হবে। শুধু তাই নয়, ভৈরবকেও অবিলম্বে দেশের ৬৫তম জেলা হিসেবে ঘোষণা করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এতে একাত্মতা ঘোষণা করেন, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত