ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে ডাকাতি

বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বী উত্তরপাড়া গ্রামের এক বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার দিনভর ওই গ্রামের আব্দুস সামাদের ছেলের বউভাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান শেষে ওইদিন রাতে পরিবারের সবাই ঘুড়িয়ে পড়ে। এ রাতের যেকোনো সময় ডাকাতেরা বিশেষ কৌশলে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে। এতে ওই পরিবারের সবাই অচেতন হয়ে যায়। এ সময় তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন গতকার রোববার সকালে ওই পরিবারের সবাইকে অচেতন দেখতে পায় প্রতিবেশিরা। পরে তারা ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে এবং দেখতে পায় ঘরের আলমারি ভেঙে উল্লেখিত মালামাল লুণ্ঠিত হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন এটি চুরি না ডাকাতি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত