ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে ১০ মামলার আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১০ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সজীবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি লেজার লাইট এবং ১টি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজীব ওরফে ব্লেড সজীব (২২) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, র‍্যাব-১১ এর একটি দল সজিবকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। সজীবের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ ও অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত