
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মাগরিব আলী (৪৫) ও রাশেদুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটকৃত মাগরিব দর্শনা থানাধীন জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে ও রাশেদুল একই থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদ রহমান সঙ্গীও ফোরসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাগরিব আলী ও রাশেদুল ইসলামকে আটক করে। মাগরিবের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও রাশেদুলের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।