
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের ন্যায় ভোলার মনপুরা উপজেলায়ও কর্মবিরতিতে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গতকাল সোমবার থেকে উপজেলার এমপিওভুক্ত ১৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ৬টি মাদ্রাসার শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে পাঠদান থেকে বিরতিতে থাকবেন বলে জানান শিক্ষকরা।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় স্থবির হয়ে পড়েছে উপজেলার শিক্ষাব্যবস্থা। সকাল থেকে শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পাঠগ্রহণের জন্য আসলেও ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হয়েছে শিক্ষার্থীদের। কবে নাগাদ পাঠদান শুরু হবে সে বিষয়েও কিছু জানেন না শিক্ষার্থীরা। মনপুরা ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. মাহমুদুল হাসান জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সবসময় অবহেলা ও বৈষম্যের শিকার।