প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ অক্টোবর, ২০২৫
বরিশালের গৌরনদী পৌর এলাকার নিলখোলা বরিশাল-ঢাকা মহাসড়ক একাংশ দখল করে তৈরী হচ্ছে ময়লার ভাগাড়। অপরিকল্পিতভাবে দিনের পর দিন গৌরনদী পৌরসভা বিভিন্ন স্থান থেকে বাসা বাড়ি, কারখানা ও বাজারের ময়লা ফেলায় চরম দুর্ভোগ তৈরী হয়েছে। এতে সৃষ্ট দুগন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীসাধারন, যানবাহনের ষ্টাফ সহ আশপাশের বাসিন্দাদের। ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় ছাত্র-ছাত্রীসহ আশপাশের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জনবসতি এলাকা থেকে দূরে কোনো নির্জন স্থানে এই ময়লা-আবর্জনা ফেলার দাবি এলাকাবাসীর * আলোকিত বাংলাদেশ