ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্যোগের ঝুঁকি কমাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগের ঝুঁকি কমাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, র‌্যালি ও মহড়ার মাধ্যমে গতকাল সোমবার দিনটি পালন করা হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর ব্যুরো : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। পরে, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, রংপুর রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার লিটন কুমার দাস, জেলা স্কাউট লিডার মাহমুদুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর : জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। র‌্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, কারিতাস, ব্রাক, আরডিআরএস, ল্যাম্ব, পল্লীশ্রী, ইএসডিও, টিএমএসএস, এনজিওসমূহ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠানে মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপ-সহকারী পরিচালক মো. ফজলুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।

কুষ্টিয়া প্রতিনিধি : কুমারখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব উদ্দিন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সামছুল হুদা, কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিন, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান প্রমুখ।

তাড়াইল (কিশোরগঞ্জ) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তাড়াইল সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও মহড়ায় মিলিত হয়। দ্বিতীয় পর্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনার সময় সচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী প্রমুখ।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও প্রাঙ্গণে সকাল ১০টা ৩০ মিনিটে এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান (ভূঁইয়া)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ অলি আহাদ চৌধুরী এবং উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব শরীফুল ইসলাম। এছাড়া বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর তালুকদার ও টিম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে ফায়ার ফাইটার জাকির হোসেন, খায়রুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

মোরেলগঞ্জ : সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বাস্তব মহড়া পরিচালনা করেন। তারা জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ কৌশল ও উদ্ধার কার্যক্রম তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। সঞ্চালনায় ছিলেন শুভঙ্কর মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম খসরু, প্রেসক্লাব সভাপতি এইচএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, রেডক্রিসেন্ট প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী, টিম প্রধান মো. মোস্তাফিজুর রহমান কাজী এবং মিনহাজ ফকির প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‌্যালি ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত হয় ভূমিকম্পও অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলায় করণীয় বিষয়ক বাস্তব মহড়া, যেখানে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও ইএসডিও থ্রাইভ এবং পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি ঘিরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর প্রতিনিধি প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামী নাইবে আমির মিজানুর রহমান (মাস্টার), উপজেলা বিএনপিদর সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুনর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ফায়ার সার্ভিস সাব-অফিসার মোনায়েম হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পিআইও আব্দুল মাবুদ এবং ছাত্রনেতা তারেকসহ আরও অনেকে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী শাহানেওয়াজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন, হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোবারক আলী প্রমুখ।

নওগাঁ : সকাল ১০টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের আয়োজনে নওগাঁ সদর উপজেলা মিলনায়তন থেকে এক শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল। পরে এক আলোচনা সভায় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের সভাপতিত্বে- জেলা প্রশাসক আব্দুল আউয়াল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।

মুরাদনগর (কুমিল্লা) : কবি নজরুল মিলনায়তন থেকে দিবসটির প্রধান কর্মসূচি শুরু হয়। প্রথমে একটি সুসজ্জিত র‌্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কবি নজরুল মিলনায়তনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগকালীন সময়ে দ্রুত জীবন রক্ষাকারী কৌশল প্রদর্শন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং সাধারণ জনগণের সচেতনতার ওপর জোর দেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট লেখক মোহাম্মদ হোসেন শান্তি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলম, নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজারহাট (কুড়িগ্রাম) : উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজারহাট শিশুপার্কে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া দিয়ে কলা-কৌশল শিখিয়ে দেয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, শিক্ষক একেএম শাহজাহান কবীর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপ-সহকারী প্রকৌশলী (দুর্যোগ) মাহমুদুল হাসান ও মুনির হোসেন প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী) : উপজেলা পরিষদ চত্বরে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যে একটি র‌্যালি, মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, পুলিশের সাব-ইন্সপেক্টর জগদিশ চন্দ্র রায়, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান তৌহিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের জুনিয়র প্রোগ্রাম অফিসার ও তৃষ্ণা সরকার প্রমুখ।

দেবহাটা (সাতক্ষীরা) : উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজন ও বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজন, সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনসহ স্কুলের ছাত্রছাত্রী ও সুধীজন। সভায় দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান, স্কাউটস প্রতিনিধি মিনহাজ, রেডক্রিসেন্ট প্রতিনিধি রকিবুল ইসলাম, ছাত্র প্রতিনিধি হাসনাত জাহান খুশবু প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : উপজেলা প্রশাসনের আয়োজনে ও হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠানে সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় এ সময় শিক্ষার্থী ও উপস্থিত সবাইকে নিয়ে অগ্নিকাণ্ড দ্রুত নিবারণের বিভিন্ন মোহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (গাজীপুর) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিম সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূঁইয়া। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নকলা (শেরপুর) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শিত হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম ও নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।

কয়রা (খুলনা) : দুর্যোগ প্রশমনের র‌্যালি উপজেলা সদরের প্রধন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। দুর্যোগ প্রশমন নিয়ে আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এমএ হাসান, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুল ইসলাম, কারিতাসের ফিল্ড অফিসার মিজানুর রহমান, সিএনআরএসের মুস্তাক মাহমুদ, জেজেএসের শরিফুর রহমান, ফেইথ ইন অ্যাকশনের নুর আমিন, যাবদ টিটো প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ, গ্যাস সিলিন্ডারে আগুন নেভানো ও দুর্যোগের মহড়া অনুষ্ঠিত হয়।

দশমিনা (পটুয়াখালী) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিপিপির সমন্বয়ক পিএম রায়হান বাদলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার আইসিটি অফিসার মাসুদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহামুদুল হাসান সিকদার, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, দারিদ্র বিমোচন কর্মকর্তা নিজামুল হক ও উপজেলা সিপিপির ডেপুটি টিম লিডার পুরুষ আনোয়ার হোসেন, ডেপুটি টিম লিডার সালমা বেগমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সিপিপির ভলানটিয়াররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত