
দেশের বহুল প্রকাশিত আলোকিত বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পড়ে সরকারি আর্থিক সহায়তা পেলেন হাঁসের নারী উদ্যোক্তা ফাহিমা বেগম। গত ২৭ আগস্ট আলোকিত বাংলাদেশ পত্রিকায় শেষের পৃষ্ঠায় ‘মির্জাগঞ্জে হাঁসের খামার করে নারী উদ্যোক্তা স্বাবলম্বী’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রচার হওয়ার পড়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের নজরে আসে। গত ১ সেপ্টেম্বর তিনি হাঁসের উদ্যোক্তা ফাহিমার বাড়ি পরিদর্শন করেন, তখন তার সঙ্গে ছিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি ফাহিমাকে সরকারের সকল সহায়তা প্রদানের অভিমত ব্যক্ত করেন। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রম আওতায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম হাঁসের নারী উদ্যোক্তা ফাহিমা বেগমের হাতে সরকারের আর্থিক সহায়তা ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। চেক পেয়ে ফাহিমা বেগম আবেগআবৃত হয়ে পড়েন। তিনি বলেন, ধন্যবাদ জানাই আলোকিত বাংলাদেশকে তারা সংবাদ প্রচার করে আমার পাশে থেকেছে। আমি এই অর্থ দিয়ে বড় আকারে হাঁসের ফার্ম দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আলোকিত বাংলাদেশে সংবাদ প্রচারের পরে আমি জানতে পারি, এবং আমি তার বাড়িতে যাই। এ ধরনের উদ্যোক্তার পাশে সরকার সব সময় আছে, ছিল, থাকবে, তাকে সকল ধরনের সহায়তা করা হবে, এছাড়াও যদি অন্য কোনো উদ্যোক্তা আসে আমরা সহায়তা করার চেষ্টা করব। এ সময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী প্রমুখ।