ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের দাবিতে মানববন্ধন

মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের দাবিতে মানববন্ধন

‘মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না- ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিবন্ধিত সব মৎস্যজীবীদের সরকারি প্রণোদনা প্রদানের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম কুমার সরকার। এ সময় বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা এবং রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি অচিন্দ্র নাথ সরকার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত