ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা

কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা

‘মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ি সুস্থ প্রজন্ম চাই’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর আয়োজনে এ পথসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. নাজমুল হক এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান। পথসভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এসব সামাজিক অপরাধ দমন করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সমাজের প্রতিটি পরিবার থেকে যদি নৈতিকতা ও সদাচারের চর্চা শুরু হয়, তবে অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। সভাপতিত্ব করেন সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত