ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদককারবারি আটক

মাদককারবারি আটক

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মো. সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কসুমন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের, দেওয়ানপুরের বাসিন্দা মো. আবদুল মোনাফ মিয়ার ছেলে। নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯টায় নিয়মিত টহলের সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট জালাল আহমেদ তুরাগের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার চাঁদপুর ইউনিয়ন দেওয়ানপুর ২নং ওয়ার্ডের আব্দুল মোনাফ মিয়ার বাড়িতে অভিযান চালে। এ সময় গাঁজাসহ তার ছেলে সুমনকে আটক করে নৌবাহিনীর টহল টিম। তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান জানান, নৌবাহিনী এক মাদক কারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত