
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- ওই উপজেলার উমারপুর গ্রামের জাকির মোল্লা (৫৫), মমিন মোল্লা (২২), ইয়ামিন (২০) ও দক্ষিণ জোতপাড়া গ্রামের শাহাবুদ্দিন (৪৫)। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই উপজেলার যমুনা নদীর বৃদাশুরিয়া, পয়লা, দত্তকান্দি, উমারপুর ও ফুলহারা নামক স্থানে অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরার অপরাধে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে উল্লেখিত টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে দেড় লাখ মিটার জাল আগুনে পুড়ে বিনষ্ট ও ইলিশ মাছ জব্দ করে স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।