
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে নারীদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চরলরেন্স ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। চরলরেন্স ইউনিয়ন বিএনপি আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাবেক সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।