ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আন্দা গ্রামের পায়ে পচনরোগে আক্রান্ত শহীদ মিয়ার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান খান শহীদ মিয়ার পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন।

জানা যায়, শহীদ মিয়া তিন মাস ধরে পায়ে পচনজনিত রোগে ভুগছেন। অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নজরে আসে এবং তিনি তাৎক্ষণিক সহায়তার নির্দেশ দেন। ইউএনও আনিছুর রহমান খান জানান, শুধু আর্থিক নয় পরিবারটির ভাঙা ঘর মেরামত ও টেকসই কর্মসংস্থানের ব্যবস্থার নির্দেশও দিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত