
হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড ও সেবুল আহমেদসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলা চলাকালীন তিন আসামি মারা যান। জানা গেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মকা গ্রামের শফিকুল আলম চৌধুরীর সঙ্গে তার চাচাতো ভাই হবিগঞ্জ পৌর জামায়াতের ৬নং ওয়ার্ড সভাপতি ব্যবসায়ী মহিবুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১৩ সালের ১৭ জুন সন্ধ্যায় ওই বিরোধের জেরে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় মহিবুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলমকে প্রধান আসামি হত্যা মামলা করেন। ২০১৭ সালের ১৭ আগস্ট মামলার বিচার শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ বলেন- এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।