
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শন করেছেন উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। গত মঙ্গলবার শিবপুর ইউনিয়নের একটি কৃষক মাঠ স্কুলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ২৫ জন কৃষকের সঙ্গে কথা বলেন। পরে স্কুল সংলগ্ন পার্টনার প্রকল্পের অধীন প্রযুক্তি নির্ভর আধুনিক ব্রীধান-১০৩ জাতের ধানের ২ একর প্রদর্শনী মাঠে ৫০ জন কৃষককে নিয়ে একটি ফিল্ড ওরিয়েন্টেশন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ৭৫ জন কৃষককে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।