
একজন হাত ধোয়া বীর হোন- এই প্রতিপাদ্যে পর্যটন নগরী কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিয়াম স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় নানা আয়োজন। আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাত ধোয়া কর্মসূচিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থীসহ সবস্তরের মানুষ অংশ নেন। কক্সবাজারের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটির আয়োজনে সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও এনজিও হাইসাওয়াসহ কক্সবাজারে বিভিন্ন ওয়াশ সেবাদানকারী প্রতিষ্ঠান।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউনিসেফ প্রতিনিধি রাফায়েল নওরোজ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া, হাইসাওয়ার প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক মণ্ডল, বিয়াম স্কুলের অধ্যক্ষ শরীফুল হাসান, অক্সফামের প্রতিনিধি জোবাইদা আক্তার ও পুলিশ পরিদর্শক শেখ গণি মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব বলেন, ‘হাত আমাদের কাজের প্রতীক, আবার অসুস্থতারও বাহক। তাই সবাইকে হাতের পরিচ্ছন্নতায় সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্বও। স্বাস্থ্যই আমাদের সম্পদ, আর স্বাস্থ্য রক্ষার প্রথম ধাপ হচ্ছে হাত ধোয়া। ইউনিসেফ প্রতিনিধি রাফায়েল নওরোজ বলেন, ‘হাত ধোয়া শুধু স্বাস্থ্যবিধি নয়, এটি মানবিকতার প্রতীক। আমরা যদি প্রতিদিন সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুতে পারি, তাহলে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব।