ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

একই দোকানে সার-বীজ বিক্রির অনুমোদন দাবি

একই দোকানে সার-বীজ বিক্রির অনুমোদন দাবি

প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রয়ের অনুমতি প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন বিএডিসি বীজ ডিলাররা।

গতকাল রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বিএডিসি বীজ ডিলাররা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলার ১ বছর পর সার ডিলারে রূপান্তরিত হতে পারবে। কিন্তু দীর্ঘসময় ধরে সারের ডিলারশিপ পাননি। সারের ডিলারশিপ পেলে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজ কিনতে পারবে ফলে কৃষকরাও উপকৃত হবে। কৃষকদের সারের জন্য আলাদা আলাদা দোকানে যেতে হয়। এতে সময়ের অপচয় হচ্ছে। কৃষকের চাওয়া-পাওয়া যেহেতু বিএডিসির মানসম্মত বীজ ডিলাররা আমাদের হাতে পৌঁছে দেন, তাই যদি একই দোকান থেকে বীজ ও সার সরবরাহ করা হয়, তাহলে আমরা অনেক ভোগান্তি থেকে মুক্তি পাব। এখন সারের জন্য আমাদের অনেক দূরে যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে সার নিতে হয়। যদি বিএডিসি বীজ ডিলার ভাইদের কাছ থেকে বীজ ও সার পাওয়া যায়, তাহলে উৎপাদন খরচও অনেক কমে আসবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএডিসি বীজ ডিলার, রংপুর জোনের আহ্বায়ক মোজাহারুল ইসলাম লেবু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আকরাম হোসেনসহ রংপুর জোনের আওতাধীন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বীজ ডিলাররা।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত