
চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতে ২ প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল পরিবারের শিশু সদস্যদের জিম্মি ও নারীদের ধর্ষণের ভয় দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার, কম্বল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গত বুধবার রাত দেড়টায় ও ভোর ৪টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে কুয়েত প্রবাসী মান্নান মিয়া ও সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত দেড়টার দিকে ডাকাত দল প্রথম হানা দেয় হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে কুয়েত প্রবাসী মান্নান মিয়ার বাড়িতে। দোতালা বাড়ির নিচ তলায় মালিক মান্নান মিয়ার স্ত্রী রাশেদা আক্তার ও তার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাফায়াতকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ঘরে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় টাকা দিতে দেরি হওয়া রাশেদা আক্তারকে ধর্ষণের ভয়ভীতি দেখায়। পরে বাড়ির দ্বিতীয় তলায় উঠে ভাড়াটিয়া আসমা খাতুনের স্টিলের আলমিরা ভেঙে ফেলে। এছাড়া রাজিয়া সুলতানার ঘরের ছেলের জমানো মাটি ব্যাংক ভেঙে প্রায় ৪ হাজার টাকা নিয়ে যায়। একইদিন ভোর ৪টার দিকে ডাকাত দল গ্রামের সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার বাড়িতে হনা দেয়।