ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অর্থ আত্মসাতের অভিযোগে দম্পতি কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে দম্পতি কারাগারে

বিদেশ পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য লোকের কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান মিন্টু ও তার স্ত্রী বৃষ্টি ঘোষ ওরফে বৃষ্টি বেগমকে নাটোর থেকে গ্রেপ্তার করে যশোর কারগারে পাঠিয়েছে পুলিশ। তারা সদর উপজেলার চাঁচড়া চোর মারা দিঘীর আরকে রোড এলাকার বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার তাদের বিশেষ অভিযান চালিয়ে নাটোর সদর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়।

আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কোতয়ালী থানার এসআই তাহমিদুল হক জানান, গত ১১ অক্টোবর কোতয়ালী থানায় ওই প্রতারক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন শেখ হাসানুর রহমান নামে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার মৃত শেখ আব্দার রহমানের ছেলে।

বাদী অভিযোগ করেছেন যে, তার শ্যালক নাবিলকে কানাডা পাঠানোর মৌখিক চুক্তিতে বিভিন্ন সময় ১১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করে। এছাড়া মামলায় উল্লেখিত সাক্ষীদের কাছ থেকে ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত