
বাগেরহাটের ভট্রখামার এলাকার ১৮নম্বর রেল ব্রিজে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাদ দিয়ে মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এসএম মনির আহমেদ জানান, খুলনা- মোংলা রেল লাইনের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার ১৮ নম্বর রেল সেতুর পাশে নিয়াম মিনাসহ চারজন লোক দাঁড়িয়ে ছিলেন। চলন্ত ট্রেনটিদ্রুত সময়ে চলে আসলে তিনজন পাশে নেমে যায়। অন্য ব্যাক্তি নিয়াম দৌড়ে সেতু পাড় হওয়ার চেষ্টা ব্যার্থ হয়। সেতু পার হওয়ার আগেই দ্রুত গতির ট্রেনের নিচে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই নিয়ামের মৃত্যু হয়। নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।