
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী বড় মসজিদ পাড়ার জোড়া হত্যা মামলার এজাহারনামী শফিকুল ইসলাম ও জসিম উদ্দিনকে ঢাকার গাবতলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে ঢাকা গাবতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ও জসীমউদ্দীন উপজেলার উথলী গ্রামের সাইদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে র্যাব-৬ ও ও ৪ এর বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, হত্যাকাণ্ডের পর থেকে তারা ঢাকায় আত্মগোপন করেছিল। গত ২০ সেপ্টেম্বর সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের মিনটা মিয়া, হামজা ও রাজ্জাক তিন ভাই গ্রামের ৭২ নম্বর ব্রিজের কাছে কৃষিকাজ করছিল। এই সময় পূর্ব শত্রুতা জের হিসেবে একই গ্রামের শরিফুল ও জসিম উদ্দিনসহ ৮-১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুত্ব আহত করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে মিনটা মিয়া ও ছোট ভাই হামজা মারা যায়। জীবননগর থানার ওসি মামুন বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।