
একদল আছে যাদের মূল লক্ষ্য ভোটারদের ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করে বিদেশে পাচার করা বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন। গতকাল বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জাকের পার্টির এই নেতা আরও বলেন, একদল ভোটের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। নির্বাচন আসলে ভোটের জন্য মানুষের পিছনে ঘোরে। তবে নির্বাচন হয়ে গেলে তাদেরকে আর চিনে না। তারা জয়লাভ করার পর কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কিন্তু জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে এবং তাদের পাশে থাকার চেষ্টা করে। তাই আগামী নির্বাচনে জাকের পার্টি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশায় ও ভালোবাসায় মানুষের ভোটে নির্বাচিত হতে চায়।
এ সময় জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকে ভোট আহ্বান করেন তিনি। মাদারীপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মো. ফায়েক মাতুব্বরের সঞ্চালনায় ও কবিরাজপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আয়নাল শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর বিভাগীয় জাকের পার্টির সভাপতি সামছল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান মিঠু প্রমুখ।