ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁ সদর উপজেলার ফতেপুর রওদাতুল কোরআন ফতেপুর আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আব্দুর রহিম বাদশা নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে এবং হেফজ বিভাগের ছাত্র ছিল। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।

শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জুত নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি মাদ্রাসার মাঠে বারান্দার নিচে আব্দুর রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এরপর তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদ্রাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। পরে তারা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত