
নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শেষ করতে হবে এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। গতকাল শুক্রবার বিকালে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে ইউনিয়ন জামাতের সহ-সভাপতি আবদুল আহাদের সঞ্চালনায় বাংলাদেশ জামাতে ইসলামী নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন মনির, সাবেক ওয়ার্ড শ্রমিক কল্যান সভাপতি মোহাম্মদ খলিল প্রমুখ।
সম্মেলনে বক্তব্যে তারা বলেন, আগামীতে কোরআন ও ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম ও কোরআন এর আলোকে পরিচালনা হলে দেশে থাকবে না কোন ফ্যাসিবাদী, জুলুমবাদী দল। এছাড়া অতি দ্রুত পি আর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।