
নেত্রকোনার কলমাকান্দা রংছাতি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃণমূল নারী সমাজের সঙ্গে ব্যারিস্টার কায়সার কামালের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ উঠান বৈঠকটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কলমাকান্দা শাখা ও ৮নং রংছাতি ইউনিয়নের মহিলা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কলি আক্তার, উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি রেখা আক্তারসহ আট ইউনিয়নের নারীনেত্রীরা। এছাড়াও কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মাঠ পর্যায়ের শত শত তৃণমূল নারীনেত্রী, নারী সমাজ ও কর্মী সমর্থকরা অংশ নেন।