
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্র-শিবিরের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় গিয়ে কল্যাণকর এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলবে। সুশাসন গড়ে তুলবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করবে। গতকাল শনিবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-১ এর আয়োজনে শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন যারা এখন উন্নয়নের মূল চালিকা শক্তি, পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি শ্রমিক ভাইয়েরা। তাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিকদের পরিশ্রমের জন্য বাংলাদেশ এগিয়ে গেলেও তারা রাজনৈতিক নেতাদের বন্ধু হতে পারে না।