
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের চার ঘণ্টার সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে তাৎক্ষণিক আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতে। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
জানা গেছে, সরাইল উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোটদেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোটদেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হালুয়াপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জের ধরে রাতে ছোটদেওয়ান পাড়া ও হালুয়া পাড়া গ্রামের লোকজন টর্চ জ্বালিয়ে দেশীয় টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১৫ জনকে আটক করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, পুকুরে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায়য় আক্রমণাত্মক অবস্থায় ১৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।