ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইলিশ সংরক্ষণে অভিযান

ইলিশ সংরক্ষণে অভিযান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, লৌহজং উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর মাওয়া আর্মি ক্যাম্প, লৌহজং থানা পুলিশ, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাছ কেনা-বেচার করার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০-৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত