ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ও নাচোলের ‘রানিমা’ ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কৃষক, ক্ষদ্র নৃ-গোষ্ঠী ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের মুক্তির মোড়ের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ প্রমুখ। সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু। বক্তারা বলেন, নারী আন্দোলন, কৃষক আন্দোলন, সাঁওতাল-আদিবাসী আন্দোলন ও তেভাগা আন্দোলনের স্মৃতিবাহী এই আয়োজন ইলা মিত্রের সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত