
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৪’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুজ্জামান। জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৭টি বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয় এবারের বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে মেধা যাচাইয়ের মাধ্যমে ১০ জন ট্যালেন্টপুল ও ১৫ জন সাধারণ গ্রেডসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মোছা, সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ সরকার, উপজেলা বিএনপির সদস্য উবায়দুল্লাহ সরকার, বিএনপি নেতা শাকিল আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৬ ব্যাচের’ সদস্য আল আমিন।
বক্তারা বলেন, লেখাপড়ার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রযন্ত্রের মূল চালিকাশক্তি। তাই মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠতে হবে।