
ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক প্রেরণাদায়ী যুব শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের আলহাজ মোড়স্থ দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, পাবনা জেলা আমির এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. বাকিবিল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, পাবনা জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক।
উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মারুফ হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতারা।