ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গৌরীপুর উপজেলার সীমান্তে শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাজাহারুল ইসলাম রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর থানার একটি মামলার প্রেক্ষিতে গত শনিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ ডিবি পুলিশের সহায়তায় গৌরীপুর থানা পুলিশ শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মোহাম্মদ দিদারুল আলম। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার এসআই হানিফ উদ্দিন বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় সম্পৃক্ততা থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত