
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়- এই প্রতিপাদ্যে নিয়ে সারা দেশে গতকাল শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
রাজশাহী: সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করব একসঙ্গে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। গতকাল শনিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ে আমরা কয়েকজন মিলে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারকে বড় শেয়ারে রূপান্তর করব। একটা ভালো কাজ করব স্বাধীনভাবে।
প্রয়োজনে আমরা তথ্য শেয়ার করব, ট্রেনিং করব। সমবায়ের যে সাতটা মূলনীতি আছে সেগুলোসহ কমিউনিটিকে বিবেচনায় রেখে এমনভাবে কাজ করব যেন জাতি-প্রতিবেশী-এলাকাবাসীসহ সবাইকে নিয়েই উন্নতি করতে পারি। সমবায়ীদের ঋণের ঝামেলায় না যাওয়ার পারমর্শ দিয়ে, সবার সম্মিলিত পুঁজি একত্রিত করে সঠিক, ভালো এবং প্রগতিশীল ব্যাবসা করেন।
ব্যবসার নিয়মণ্ডকানুনের মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে ওই কোম্পানি কিন্তু ধীরে ধীরে চুপসে যাবে।
রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তৃতা করেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে সঞ্চয় ও ঋণদান, কৃষি এবং মহিলা সমবায় সমিতি এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান ও জেলা সমবায় অফিসার জিবন্নেছা খানম প্রমুখ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ লক্ষ্যেই সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। আলোচনা সভা শেষে সফল সমবায় সংগঠনগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ: জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় মুন্সীগঞ্জের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় জেলা সমবায় কর্মকর্তা মো. মইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন।
নীলফামারী: দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নীলফামারী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান ও সফল সমবায়ী নুর আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনটি সফল সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।
তেঁতুলিয়া (পঞ্চগড়): উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. মাসুদ আল করিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা-চাষি সমবায় সমিতির সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বেরং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তাজউদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর। এসময় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করণে একযোগে কাজ করার আহ্বান জানান।
মধুখালী (ফরিদপুর): উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি-পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা সময়বায় র্কমকর্তা লাকী আক্তারের সভাপতিত্বে ও সহকারী সমবায় পরিদর্শক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান। আরও বক্তব্য রাখেন সমবায়ী ওবায়দুর রহমান, হোসেন আলী মোল্যা ও মঞ্জুর হোসেন মোল্যা। এসময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহজাহান হেলাল, সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ): গতকাল সকালে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ই শক্তি সমবায় মুক্তি সমবায়ীদের ভূমিকা রাখতে হবে। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর থানা ওসি (তদন্ত) লিমন বোস, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাসের সভাপতি তাজুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুন প্রমুখ।