
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মো. আবুল কালাম এই কমিটি গঠন করেন। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম নিজেই। তদন্ত কমিটির অপর চারজন হলেন, যুগ্ন আহ্বায়ক মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সদস্য সচিব লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল এবং সদস্য যথাক্রমে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ সুলতান খোকন ও লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন। এ বিষয়ে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।