
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ এলাকা থেকে ৩৫টি ঝুঁটি শালিকসহ শিকারের ৪ কেজি ওজনের (নেট) ফাঁদ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে পাখি ও ফাঁদ উদ্ধার হয়। এসব তথ্য নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
তিনি জানান- বিভাগীয় কর্মকর্তা আবুল কালামের নির্দেশনায় অফিস স্টাফসহ আহম্মদাবাদ এলাকায় গিয়ে পাখি ও শিকারের ফাঁদ উদ্ধার করেছি। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। উদ্ধার করা ফাঁদগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।
উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আজিজুল হক নাসির ও স্থানীয় বন্যপ্রাণী রক্ষা কমিটির নেতৃবৃন্দ।