ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেন্দুয়ায় অবৈধ জালবিরোধী অভিযান

কেন্দুয়ায় অবৈধ জালবিরোধী অভিযান

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার দায়ে একজন জেলেকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের মরা বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ৫ ধারার আওতায় অভিযুক্ত ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে প্রায় ২,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল (আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা) জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তারের জিম্মায় প্রদান করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে জলজ সম্পদ ধ্বংস হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত