
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পদ ও বাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে খলিলুর রহমান, একই ইউনিয়নের এনামুল হকের ছেলে আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান, বাচোর ইউনিয়নের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান ও হামিদুর রহমানের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সারোয়ার লিয়ন।