ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রির্পোটার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে নেতারা। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে জেলা রিপোর্টাস ইউনিটি, রিপোর্টাস ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন সেল, প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনস ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সহ-সভাপতি এমজে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া মুরাদ, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান সবুজ, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, মাসুদুর রহমান খান ভুট্টু, প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রিপোটার্স ক্লাবের সভাপতি বেলাল উদ্দিন সাগর, লক্ষ্মীপুর জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেরুল হাসান রাজুসহ আরও অনেকেই। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিদের পাশাপাশি নানা শ্রেণিপেশার মানুষে এই কর্মসূচিতে অংশ নেন। আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও লক্ষ্মীপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশ ও সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এ সময় বক্তারা বলেন, লক্ষ্মীপুরের অবকাঠামোগত উন্নয়ন, সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন, মাদক-অনিয়ম ও দুর্নীতি ও আইনশৃঙ্খলার উন্নয়নে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত