
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যাওয়া চালক জুলহাসের মৃত্যুর ঘটনায় তার ছোট বোন ময়না বেগম অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। গত মঙ্গলবার রাতে ফুলবাড়িয়া থানায় মামলাটি করা হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত জুলহাসের বোন ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। ওসি রোকনুজ্জামান বলেন, এটি স্পষ্টত নাশকতা। আমরা মামলার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছি। পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে ফুলবাড়িয়া ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তদন্তে অগ্রগতি হচ্ছে। উল্লেখ্য, গত সোমবার রাত তিনটার দিকে ফুলবাড়িয়ার ভালুকজান এলাকার সাইফুল ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে আলম এশিয়া পরিবহনের বাসটি পার্ক করা ছিল। এ সময় এক মুখোশধারীসহ তিনজন যুবক এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক জুলহাস (৩৫)। আগুন ছড়িয়ে পড়লে তিনি বের হতে না পেরে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দগ্ধ আরও দুজন হলেন- শারমিন সুলতানা ও শাহিদুল। তাদের মধ্যে শারমিন সুলতানাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।