ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কা, আহত ২০

থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কা, আহত ২০

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় যাত্রীবাহী এক বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভবানীপুর এলাকায় যাত্রী তোলার জন্য থামলে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার এসবি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাজন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসবি পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পাংশা হাইওয়ে থানার ওসি নেহাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত