
মানিকগঞ্জের সাটুরিয়া থানার ওসি এআরএম আল মামুনের সঙ্গে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার ওসির নিজ কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন। সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহঙ্গীর আলম।
সাটুরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সাটুরিয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাটুরিয়া থানার ওসি তদন্ত রনজিৎ সাহা, সেকেন্ড অফিসার এসআই মো. আরিফ খান, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।