ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমতলীতে এলাচি লেবুর চাষ বাড়ছে

আমতলীতে এলাচি লেবুর চাষ বাড়ছে

বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় ১১.৫ হেক্টর জমিতে এ বছর লেবুর আবাদ হয়েছে। ফলন হয়েছে ৪১.৫ টন। এগুলোর মধ্যে জনপ্রিয় জাত হল সিডলেস, বারি লেবু-১ ও কাগজি লেবু এবং স্থানীয় জাত।

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে লেবু চাষি সাইদুল ইসলাম। সাইদুল হাওলাদার তিনি একসময় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ৪ বছর আগে ১০ শতাংশ জমিতে ৪০০-৫০০ হাজারেরও বেশি এলাচি লেবুর গাছ লাগান। বর্তমানে প্রতিটি গাছ থেকে বছরে ১ হাজারেরও বেশি লেবুর ফলন পাওয়া যাবে। দুই বছর পর থেকে টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে এই বাগান থেকে লেবুর ফলন পাওয়া যাবে। তিনি ১০ শতাংশ জমিতে এলাচি জাতের লেবুর চাষ করে বছরে টাকা আয় করছেন তিনি। এ এলাচি লেবু চাষ করে আজ তিনি সফল একজন কৃষক। আগামী চৈত্র ও বৈশাখ মাসে এবং রমজানে লেবু বিক্রি করে ৫ লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা করেন। গুলিশাখালী গ্রামের বাসিন্দা এলাচি লেবু চাষি সাইদুল হাওলাদার বলেন, আমি এই এলাচি লেবু চাষে খরচের তুলনায় লাভজনক হওয়ায় আমি ধারাবাহিক বজায় রেখে এ লেবুচাষ করতে সক্ষম হই। উদ্ভূত হচ্ছে এই চাষে। বাগান পরিচর্যায় ঘাস নিড়ানো, আগাছা পরিষ্কার, সার ছিটানো ও শ্রমিক খরচে প্রতি বছর ব্যয় হয় প্রায় দেড় থেকে দুই লাখ টাকা। এতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার দ্বিগুণ বিক্রিতে আসে। এতে আমি সফল চাষি মনে করি। আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল বলেন, আমতলী উপজেলায় ১১.৫ হেক্টর জমিতে এ বছর লেবুর আবাদ হয়েছে। ফলন হয়েছে ৪১.৫ টন। এগুলোর মধ্যে জনপ্রিয় জাত হল- সিডলেস, বারি লেবু-১ ও কাগজি লেবু এবং স্থানীয় জাত। লেবুর সারা বছর চাহিদা থাকায় এবং কৃষক ন্যায্য মূল্য পাওয়ার কারণে দিন দিন আমতলী উপজেলায় লেবুর আবাদ বেড়েই চলছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত